Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতীয় রুপি এখন এশিয়ার দুর্বলতম মুদ্রা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ১০:১০ পিএম

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এশিয়ার সেরা থেকে দুর্বলতম মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। ভারতজুড়ে নতুন করে করোনা সংক্রমণ ও পণ্য মূল্য বৃদ্ধি রুপিকে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। ব্যাংক অব ইন্ডিয়া তারল্য সংকটের দিকে ইঙ্গিত করে বলছে, রুপির সংকট আরো গভীর হতে পারে। অথচ আগের ত্রৈমাসিকেও রুপি মুদ্রামানের দিক থেকে ভাল অবস্থানে ছিল। -দি প্রিন্ট

রুপির এ নাজুক অবস্থা ভারতের অর্থনীতিকে বেকায়দায় ফেলে দিয়েছে। গত আট মাসে এই প্রথমবারের মত প্রতি মার্কিন ডলারের বিনিময়ে ৭৫ রুপিতে নেমেছে। এ বছরের শেষ নাগাদ তা ডলারের বিপরীতে ৭৬ রুপিতে নামতে পারে বলে ফেডারেল ব্যাংক লিমিটেড আশঙ্কা করছে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির এমন অবমূল্যায়নে অনিচ্ছাকৃত মুদ্রা ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ৫০ বিলিয়ন ডলার।

গত এপ্রিলে ডলারের বিপরীতে রুপি ২.৬ শতাংশ অবমূল্যায়িত হয়। প্রথম ত্রৈমাসিকের শেষে রুপির অবমূল্যায়ন ঘটে আরো শূন্য দশমিক ১ শতাংশ। অথচ গত তিনমাসে অর্থনৈতিক পুনরুদ্ধারে গতি সৃষ্টি হওয়ায় অন্যান্য এশীয় মুদ্রার তুলনায় রুপির অবস্থান বেশ শক্তিশালী ছিল। প্রবল বৈদেশিক মুদ্রার প্রবাহও ছিল। এখন রুপীর এ ধরনের অবমূল্যায়নে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ