Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকা নিয়ে পালানোয়...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

প্রেমিকার সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে এক দলিত যুবককে স্থানীয় গ্রাম পঞ্চায়েত শাস্তি দিয়েছে। শাস্তি হিসেবে তাকে থুতু চাটতে বাধ্য করা হয়। তাকে ঊত্রপানেও বাধ্য করা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের বিহারের গয়ার ওয়াজিরগঞ্জ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই দলিত যুবককে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে বেশিরভাগ বেঞ্চে বসে আছেন। মাঝখানে দাঁড়িয়ে আছেন ওই দলিত যুবক। ভিডিওতে দেখা যায়, ঘরে উপস্থিত ব্যক্তিরা মাটি থুতু ফেলছেন। আর সেই থুতু ওই দলিত যুবককে চাটতে বাধ্য করা হয়। ওই যুবককে কান ধরে উঠবোস করতেও দেখা যায় ভিডিওতে। ভিডিওতে দেখা না গেলেও ওই যুবককে জোর করে মূত্রপান করানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, এক নারীর সঙ্গে পালিয়ে যাওয়ার পরই এমন নির্যাতনের শিকার হয়েছে ওই যুবক। ওই নারীর পরিবারের হাতে ধরা পড়ে গিয়েছিল তারা। তারপরই ওই যুবককে পঞ্চায়েত অফিসে নিয়ে আসে নারীর পরিবারের লোকজন। এদিকে দলিত যুবকের ওপর এমন অত্যাচারের ভিডিও পুলিশের নজরে আসার পর তারা একটি মামলা দায়ের করে। ইতোমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছে পুলিশ। সেখানকার পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ