মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকে মোসাদের স্পাই বেসে অজ্ঞাত মিলিশিয়ার হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি স্পাই নিহত ও আহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে সারাইয়া আউলিয়া আদ-দাম নামের সংগঠনটি বুধবার এক বিবৃতিতে দাবি করেছে যে, তারা ইসরাইলের ওই গুপ্তচর কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছে যার মধ্যে মোসাদের তিন কমকর্তা রয়েছে। খবর ফার্স নিউজের।
সূত্রগুলো বলছে, গোলাগুলিতে ইসরাইলের কয়েকজন সেনা নিহত অথবা আহত হয়েছে। ঘটনা সত্য হলে, এই ঘটনাকে ইসরাইলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবেরিন বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে মোসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে অজ্ঞাত মিলিশিয়া যোদ্ধারা গতকাল শেষ বেলায় হামলা চালায় এবং এতে মোসাদের কয়েকজন সদস্য হতাহত হয়।
ইরাকি গণমাধ্যম বলছে, গোলাগুলিতে ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছে। তবে ইরাকের উত্তরাঞ্চলের ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছে ও সম্পদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারে নি। এখান থেকে মোসাদ কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের সহায়তা করত বলে অভিযোগ এসেছে।
অন্যদিকে প্রভাবশালী দুইটি ইসরাইলী গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল এখনো কোন হামলা বা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নি। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা নেতারাও হামলার কথা অস্বীকার করেছেন।
ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই স্থাপনায় এসব ইসরাইলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন।
এদিকে, ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরাইলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের স্থাপনায় হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরাইল ইরানকে দায়ী করে তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।