প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট পর্দার প্রিয়মুখ মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নোভা। দীর্ঘদিন টানা কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টিভি অনুষ্ঠানেও নোভাকে উপস্থাপনা করতে দেখা যায়। এখন আগের মতো নিয়মিত কাজ না করলেও দর্শকের কাছে তার আবেদন ফুরিয়ে যায়নি। এ অভিনেত্রী আবারো ফিরেছেন স্বমহিমায়। । অভিনয়ে ফিরেই ক্যারিয়ারে প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সিনেমার নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। এই সিনেমাতে অভিনয়ের জন্যই নিজেকে প্রস্তুত করছেন নোভা।
এ প্রসঙ্গে নোভা বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই নিজের সর্বোচ্চটুকু দিয়েই কাজ করবো। সিনেমায় সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প তুলে ধরা হবে। যেখানে উঠে আসবে পরিবারের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়।’
‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমাটি পরিচালনা করছেন রনি ভৌমিক। ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের চিত্রনায়ক সিয়াম আহমেদকে। আরো থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।
এদিকে নোভা সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন, যেখানে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে।
নতুন বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে নোভা বলেন, ‘ক্যারিয়ারে অনেকবারই মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি হয়ে নাটকে অভিনয় করেছি। তবে কখনোই বিজ্ঞাপনে কাজ করা হয়নি। সেই আক্ষেপটা এবার দূর হলো। আমরা প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছি’
বর্তমানে অভিনয়ের পাশাপাশি একটি বিজ্ঞাপনী সংস্থায় প্রযোজক হিসেবে কাজ করছেন নোভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।