Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে হঠাৎ বধূবেশে দীঘি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ৪:৩০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে চমকে দিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।। নিজের বধূর বেশের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। এরপর থেকে কেউ কেউ মনে করছেন তবে কি জীবনের নতুন ইনিংস শুরু করলেন নায়িকা। পরে জানা গেল একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) একটি ফ্যাশন হাউজের ব্রাইডাল ফটোশুটে অংশ নেন দীঘি। তার বধূবেশের ছবিগুলোতে ধূসর, গোলাপি সহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় নতুন এক দীঘিকেই দেখা গেল যেন। ছবিগুলো তুলেছেন নাইমুল ইসলাম নামের এক ফটোগ্রাফার। মেকওভার করেছে হাবিব বিউটি লাউঞ্জ। এটিই ছিল এই নায়িকার জীবনের প্রথম ব্রাইডাল ফটোশুট। যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি।

তিনি বলেন, প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। দীঘি জানান, সামনে ভালো ব্রান্ড আর সব কিছু ভালো হলে মডেলিং চালিয়ে যাবেন। দীঘি ছাড়াও এই ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস,রেবেকা রউফ, বারিশা হক সহ আরও কয়েকজন।

দীঘি জানান, সামনে ভালো ব্রান্ড আর সব কিছু ভালো হলে মডেলিং চালিয়ে যাবেন।

গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনার পাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। ছবিতে তিনি বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এছাড়া দীঘির দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে নায়িকা হিসেবে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। সামনে দীঘির নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ