প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ছোট-বড় দুই পর্দাতেই তার বিচরণ। মৌসুমী হামিদের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘হাডসনের বন্দুক’। ২০১০-১১ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘হাডসনের বন্দুক’ ছবিটি। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। ছবিটি নানা অনিশ্চয়তার মুখে পড়ে এখনও মুক্তি পায়নি। সম্প্রতি সব কাজ শেষ হয়ে ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। লকডাউন শেষ হলেই এটি সেন্সর সনদ পাবে বলে জানা গেছে। এটি মৌসুমীর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা।
জানা গেছে, সিপাহী বিপ্লবের সময় ঐতিহাসিক একটি বন্দুক হারিয়ে যায়। একজন শৌখিন গোয়েন্দা সেই বন্দুক উদ্ধার করতে চায়। রহস্যজনক ঘটনা নিয়েই এর গল্প। সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী। সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডি’সহ বিভিন্ন স্থানে এর দৃশ্য ধারণের কাজ হয়েছে। মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ।
সম্প্রতি মৌসুমী চুপিসরে শেষ করেছেন হৃদি হকের সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। মাস চারেক আগে শুটিং শুরু করলেও পরিচালকের নিষেধাজ্ঞার কারণে কাউকে জানাননি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় মৌসুমী জানালেন, বেশির ভাগ শুটিংই শেষ। অল্প কিছু কাজ বাকি আছে। শিগগিরই শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।