Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলবে জাপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০ লাখ টন তেজস্ক্রিয় দ‚ষিত পানি পরিশোধনের পর সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। আগামী দুই বছরের মধ্যে এই দ‚ষিত পানি সমুদ্রে ছাড়ার কাজ শুরু করবে জাপান। দেশটির সরকার জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক দশক সময় লেগে যাবে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেকট্রিক পাওয়ার তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলার পুরো প্রক্রিয়াটি তদারকি করবে। দৈশটির সংশ্লিষ্ট মন্ত্রীরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়ার পর দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব বিষয় বিবেচনার পর দেখা গেছে তেজস্ক্রিয় এই পানি পরিশোধনের পর মহাসাগরে মিশিয়ে দেওয়াই সবচেয়ে নিরাপদ ও কম ক্ষতিকর হবে। অলিম্পিক গেমসে ব্যবহৃত ৫০০ সুইমিংপুলে যত পানি ধরে তার সমপরিমাণ তেজস্ক্রিয় পানি সমুদ্রে মেশানো হবে। তবে তার আগে ওই পানি থেকে ক্ষতিকর আইসোটোপ আলাদা করা হবে। আন্তর্জাতিক মান পূরণ করেই তবে সমুদ্রে ফেলা হবে তেজস্ক্রিয় ওই পানি। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ