প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শেষ পর্যন্ত করোনার কাছে হেরে গেলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফরিদ আহমেদ। একটানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। গত ১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ফল পান ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীত পরিচালককে। এরমধ্যে স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনও উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান, ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাভাইরাসের দাপটে। সঙ্গে ছিলো ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা। অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। নাটক-সিনেমার আবহসংগীতকার হিসেবেও তার অবদান অনেক। ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ইত্যাদি ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া তুমি ছাড়া আমি যেন মরুভ‚মি, মনেরই রাগ অনুরাগ, রুনা লায়লার ফেরারী সাইরেনসহ অসংখ্য গান করেন। ২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি। মিউজিক ক¤েপাজার্স সোসাইটি এবং রেশ ফাউন্ডেশন নামের আলাদা দুটি সংগঠনের সাধারণ স¤পাদক হিসেবেও নিবিড় দায়িত্ব পালন করে আসছিলেন সঙ্গীতপ্রাণ ফরিদ আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।