Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার শিবগঞ্জে ৫শ’ একর উর্বর জমিতে শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ৬:২২ পিএম

বগুড়ার শিবগঞ্জের ৫শ’ একর উর্বর ও ৪ ফসলি জমিকে কাগজে কলমে এক অফসলী (ভিটা জমি) দেখিয়ে শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবী জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার বগুড়া-জয়পুরহাট সড়কের উথলি এলাকায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে। প্রায় দুই ঘন্টাব্যাপি এই কর্মসূচীতে ৫ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, বিসিক উত্তরাঞ্চল কৃষি প্রক্রিয়াকরণ শিল্প পার্ক স্থাপনের জন্য শিবগঞ্জ উপজেলার উথলী, নারায়নপুর, সলেমান ধোন্দাকোলা, চানপুর, খালিমপুর, হরিরামপুরসহ ৭ মৌজার ৫০০ একর জমি বরাদ্দ চেয়ে মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে। যাতে উর্বর ও ৪ ফসলি জমি গুলোকে অফসলি দেখানো হয়েছে। এদিকে চিঠি প্রেরণের বিষয়টি জানতে পেরে শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে ঐ এলাকার কৃষকরা আন্দোলনে নেমেছেন।

কৃষি শিল্প পার্ক করার পরিকল্পনা বাতিলের দাবিতে মঙ্গলবার উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের গনেশপুর থেকে রথবাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় তীব্র রোদ উপেক্ষা করে বিক্ষোভ করেছেন নারী, পূরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ।

এসময় তারা বলেন, বিসিক ভুল তথ্য দিয়ে চার ফসলি ও অতি উর্বর জমিকে অনাবাদি/একফসলি দেখিয়ে ৩ টি হিন্দু ও ৪ টি মুসলমান গ্রাম উচ্ছেদ করার অপচেষ্টা করছে। এই অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মুজাহিদ সরকার জানান, শিবগঞ্জ সবজি উৎপাদনে অন্যতম। শিবগঞ্জের মধ্যে উথলি এলাকায় অধিকাংশ জমিতে তিন ফসলী, ৪ ফসলী জমিই বেশি রয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) বগুড়ার উপ মহাব্যবস্থাপক জাহেদুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে ঐ এলাকায় গিয়ে কলার আবাদ দেখে এক ফসলি মনে করেছি। তবে ঐ এলাকার জমি অধিগ্রহণের বিষয়টি এখনো চূূড়ান্ত হয়নি। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবিষয়টি মূলত কৃষি বিভাগ দেখবে।

বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক জানান, জমি অধিগ্রহনের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে দেখে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উলে­খ্য গত পহেলা এপ্রিল বিসিক উত্তরাঞ্চল কৃষি প্রক্রিয়াকরন শিল্প পার্ক স্থাপনের জন্য ৫শ একর জমি বরাদ্দের সম্মতি প্রদানসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরন করেছে শিল্পমন্ত্রণালয়ে। এদিকে শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবী সহ ভূমি অধিগ্রহনের প্রস্তাব প্রত্যাহারের আবেদন জানিয়ে এলাকাবাসী শিল্পমন্ত্রণালয়, উপজেলা নির্বাহি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসারের কাছে আবেদন জমা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ