বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার এক লাইনম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাইন উদ্দিন (৪৩), বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ির মৃত আবুল ওলা মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক ছিল। সে বসুরহাট বাজারের সড়কে যানজট নিরসনে লাইন ম্যানের কাজ করত।
সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট সংলগ্ন হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রাত ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে পুলিশ তাৎক্ষণিক এই লাইন ম্যানের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।