পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
প্রাণঘাতী মহামারির মধ্যেও ১৪৪২ হিজরির রমজান মাসে বিশ্বের প্রায় ৩৬টি দেশে পবিত্র কুরানুল কারিমের পান্ডুলিপি বিতরণ করবে তুরস্ক। দেশটির ধর্মমন্ত্রণালয় কুরআনের কপি বিতরণের এ উদ্যোগ গ্রহণ করেছে। খবর আনাদোলু এজেন্সি। কুরআন নাজিলের মাসে বেশি বেশি কুরআন অধ্যয়ন ও কুরআনের আলোকে জীবন গড়তে এ উদ্যোগ নিয়েছে তুরস্কের ধর্মমন্ত্রণালয়। তুর্কি সরকারের ধর্ম মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারও বিশ্বের ৩৬টি দেশের ঘরে ঘরে কুরআনের কপি পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর আফ্রিকা মহাদেশের দারিদ্র্যপীড়িত ৩৬টি দেশে কুরআনের ৯০ হাজার কপি বিতরণ করা হবে। তাছাড়াও কুরআনুল কারিমের পান্ডুলিপি বিতরণের পাশাপাশি এসব দেশের দরিদ্র মানুষদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।