Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ২৫, মাটির নিচে বহু আটকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১১:৩৩ এএম | আপডেট : ১১:৩৩ এএম, ১৫ অক্টোবর, ২০২২

তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে এবং কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছে। স্থানীয় সময় শনিবার (১৫ আক্টোবর) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিল।
খনিতে থাকা সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কৃষ্ণ সাগরের উপকূলে আমাসরার উদ্ধারকারীদের সঙ্গে খনি শ্রমিকরা ভয়াবহ অবস্থায় বেড়িয়ে আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু জানিয়েছেন, প্রায় ৪৯ জন শ্রমিক ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরে ‘ঝুঁকিপূর্ণ’ স্থানে কাজ করছিলেন। তিনি এক বিবৃতিতে বলেন, উদ্ধারকারীরা শক্ত পাথর খুঁড়ে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
এদিকে, এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এর কারণ জানতে তদন্ত চলছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শনিবার ঘটনাস্থল পরদর্শন করবেন বলে জানা গেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, নিখোঁজদের ফিরে পেতে স্বজনরা ওই খনির আশপাশে ভিড় জমিয়েছেন।
খনি দুর্ঘটনা নতুন কোন ঘটনা নয় তুরস্কে। এর আগে ১৯৯২ সালে তুরস্কের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় ২৬৩ জন শ্রমিক নিহত হয়েছিল। সোমার খনিগুলোর নিরাপত্তা নিয়েও কমবেশি উদ্বেগ সব সময়ই রয়েছে। বিভিন্ন সময়ে বেশ কিছু ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ