Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলওয়ামায় নিজের লোককে মেরে এসেছিলেন আপনি : মোদির প্রতি মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৭:৫১ পিএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে আক্রমণ করতে এবার পুলওয়ামার প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির অভিযোগ, পুলওয়ামায় যাদের মারার লক্ষ্য ছিল, তাদের না মেরে নিজেদের লোককে মারা হয়েছিল। প্রায় দু’বছর আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতে নিরাপত্তা বাহিনী সিআরপি-র কনভয় লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় ৪০ জন সেনা নিহত হন। -আনন্দবাজার

মমতা সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন নাকি পুলওয়ামা পরবর্তী ভারতীয় বিমানবাহিনীর বালাকোট অভিযানের কথা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বালাকোট অভিযানে ভারতীয় বিমানবাহিনীর কারও হতাহত হওয়ার খবর মেলেনি। সোমবার শীতলকুচি নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে উত্তর ২৪ পরগনার রানাঘাটে সভা করেন মমতা ব্যানার্জি। সেখানে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘সব জানেন’ এবং তার পরেও কেন্দ্রীয় বাহিনীকে ‘ক্লিনচিট’ দিয়েছেন বলে মন্তব্য করেন।

সেখানেই পুলওয়ামার ঘটনা টেনে মোদি- অমিত শাহকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। যাদের মারতে গিয়েছিলেন, নিজের লোককে মেরে চলে এসেছিলেন। বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ঘটে যাওয়া পুলওয়ামা হামলা নিয়ে দীর্ঘদিন শাসক বনাম বিরোধীদের আক্রমণ ও পাল্টা আক্রমণ দেখেছে গোটা ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ