Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেরোজা’র আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৩:২৮ পিএম

ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে সাইক্লোন সেরোজা। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশকিছু অঞ্চল। সংবাদমাধ্যম সিডনি নিউজ টুডে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১১ এপ্রিল) রাতে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে কালব্যারি শহরে এটি আঘাত হানে।
সাইক্লোনের আঘাতে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে গাছপালা। বেশকিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়টি বর্তমানে তীব্র শক্তি নিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
এখনো বেশ কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। সাইক্লোনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সূত্র : এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ