মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ইটাওয়াহ শহরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই লরি খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। শনিবার (১০ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা সবাই পুরুষ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় এক অনুষ্ঠানে যোগ দিতে পাশের লাখনা জেলায় যাচ্ছিলেন সেসব যাত্রীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারানোর পর লরিটি ৩০ ফুট গভীর একটিন খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থা বিবেচনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।
জেলা পুলিশ অধিকারিক ব্রিজেশ কুমার সিং জানান, দুর্ঘটনার কবলে পড়লে অনেক যাত্রী খোলা লরি থেকে ছিটকে নিচে পড়ে যায়। অনেকে আটকা পড়ে গাড়িটির নিচে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।