নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা অ্যাস্টন ভিলার মাঠে হয়েছিল বিধ্বস্ত। ফিরতি দেখায় প্রতিশোধ নিবে কী, উল্টো প্রথমে গোল হজম করে বসে লিভারপুল। ঘুরে দাঁড়িয়ে শেষ দিকের গোলে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে শনিবার স্থানীয় সময় বিকেলে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জেতে লিভারপুল। ওলি ওয়াটকিন্সের গোলে পিছিয়ে গতবারের চ্যাম্পিয়নরা পড়ার পর সমতা টানেন মোহামেদ সালাহ। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড।
এরই সঙ্গে ঘরের মাঠে ছয় ম্যাচের জয়খরা কাটল দলটির। লিগে এই বছরে ঘরের মাঠে লিভারপুলের এটাই প্রথম জয়! এর আগে সবশেষ এখানে তারা জিতেছিল গত ১৬ ডিসেম্বর, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে।
গত ৪ অক্টোবর লিভারপুলকে ঘরের মাঠে পেয়ে তাদের ৭-২ গোলে উড়িয়ে দিয়েছিল অ্যাস্টন। সেই কষ্টে প্রলেপ দেওয়ার এবং ঘরের মাঠে জয়ে ফেরার ম্যাচে প্রথমার্ধে লিভারপুলকে স্বরূপে দেখা যায়নি ঠিকই, তবে বল দখলে ও আক্রমণে তাদের আধিপত্য ছিল। ম্যাচের ত্রয়োদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সহজ সুযোগ পান সালাহ; কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন তিনি। ৩১তম মিনিটে অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের দারুণ ফ্রি কিকে বল গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবার ঘেঁষে বাইরে যায়। ওই কর্নারে দিয়োগো জটার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের ম্যাচে লিভারপুলের তৃতীয় গোল হজমে দায় ছিল আলিসনের। এবার আরও হতাশ করলেন তিনি। ৪৩তম মিনিটে ওয়াটকিন্সের শটে খুব বেশি গতি ছিল না, নাগালের মধ্যেও ছিল; কিন্তু বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক।
স্বাগতিকদের হতাশা বাড়ে বিরতির আগে। কাছ থেকে রবের্তো ফিরমিনো জালে বল জড়ান। কিন্তু আক্রমণের শুরুতে পর্তুগিজ ফরোয়ার্ড জটা ইঞ্চি ব্যবধানে অফসাইডে থাকায় মেলেনি গোল। অনেকক্ষণ ধরে ভিএআরে যাচাইয়ের পর সিদ্ধান্ত জানান রেফারি।
৫৭তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। জটার বাড়ানো বল ধরে জোরালো শট নেন অ্যান্ড্রু রবার্টসন। এক হাত দিয়ে ঠেকান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান সালাহ।
পাঁচ মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো সফরকারীরা। তবে মিশরের মিডফিল্ডার ক্রেজেগের কোনাকুনি শট পোস্টের ভেতরের কানায় লেগে ফিরে আসে।
যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করে ম্যাচে প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখা লিভারপুল। বদলি মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্তিনেস। কিন্তু প্রতিপক্ষের পা হয়ে ফিরতি বল পেয়ে যান অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ডিফেন্ডার। উল্লাসে মাতে ক্লপের শিষ্যরা।
চার দিন বাদে আগামী বুধবার এই মাঠেই রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে নামবে লিভারপুল। কঠিন সেই চ্যালেঞ্জে নামার আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে দলটিকে। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হেরে পিছিয়ে আছে তারা।
অ্যাস্টনকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আপাতত চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। ৩১ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট ৫২।
দিনের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে চলা ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
৩১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে লিডস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা অ্যাস্টন ৪৪ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।