নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনা মহামারির মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে দুই উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ে অনুষ্ঠিত গতপরশু রাতের ম্যাচে টস জিতে মুস্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্যাঙ্গালুরু। ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে মুম্বাই। ক্রিস লিনের ৩৫ বলে ৪৯, সুরিয়াকুমার যাদবের ২৩ বলে ৩১ ও ঈশাণ কিষানের ১৯ বলের ২৮ রান ছিল ইনিংস সেরা। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৫ বলে ১৯ রান। বেঙ্গালুরুর হার্শেল প্যাটেল ২৭ রানে নেন ৫ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলির দল। এবি ডিভিলিয়ার্সের ২৭ বলে ৪৮, গ্ল্যান ম্যাক্সওয়েলের ২৮ বলে ৩৯ ও অধিনায়ক বিরাট কোহলির ২৯ বলে ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে জয় তুলে নেয় বেঙ্গালুরু।
মুম্বাইয়ের জসপ্রিত বুমরা ও মার্কো জ্যানসেন দুটি করে এবং ট্রেন্ট বোল্ট ও ক্রুনাল পান্ডে একটি করে উইকেট পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।