মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারি বৃষ্টিপাতে কারণে ভারতের বাণিজ্য নগর গুরগাঁওয়ের সড়কগুলোতে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে। আর প্রযুক্তি নগর ব্যাঙ্গালুরুতে সড়কে চলছে নৌকা। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ব্যাঙ্গালুরুর সড়কগুলোতে আটকেপড়া লোকজনকে নৌকায় করে উদ্ধার করছে ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকর্মীরা। সেখানে লোকজনকে সড়কে জাল ফেলে মাছ ধরতেও দেখা গেছে। অন্যদিকে, গুরগাঁওয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া যানজট শুক্রবারও অব্যাহত রয়েছে। টুইটারে গুরগাঁও পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ ‘ক্রসিং’ হিরো হোন্ডা চক পানিতে ডুবে যাওয়ায় গুরগাঁওয়ের মহাসড়ক ও প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। যন্ত্রের মাধ্যমে সড়কগুলো থেকে দ্রুত পানি সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। ভারতের যোগাযোগমন্ত্রী নিতিন গাডকারি ন্যাশনাল হাইওয়ে চিফকে যানজট নিরসনে একটি দলকে গুরগাঁওয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গুরগাঁও পুলিশ দিল্লির বাসিন্দাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া দিল্লির বিদ্যালয়গুলো দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করার আহ্বানও জানানো হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।