নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। শনিবার বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জিসান আলমের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসবের ফাইনালে বরেন্দ্র নর্থ জোনকে ৭ উইকেটে হারিয়ে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন সোনা জিতে নেয়। টস জিতে আগে ব্যাট করে অধিনায়ক নাঈম আহমেদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭০ রান তুলেছিল বরেন্দ্র। নাঈম ১২৯ বলে খেলেন ১২৮ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ১৩ চার ও এক ছক্কার মার। জবাবে জিসান আলমের সেঞ্চুরিতে ৪০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে জাহাঙ্গীরাবাদ। জিসান ১১৯ বলে ১৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জিসান। তার ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ৮ ছক্কায়। চার দলের প্রতিযোগিতায় লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছিল চট্টলা ইস্ট জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন। নেট রানরেটে চন্দ্রদ্বীপের (-১.৪৫৪) চেয়ে এগিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে থাকায় চট্টলা (-০.১৭৭) ব্রোঞ্জপদক জিতেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।