বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক বড় ভাইয়ের পর এবার ছোট ভাই ডাঃ গাজী সাইফুল আলম চৌধুরীও (৬২) মারা গেলেন। ডাঃ গাজী সাইফুল আলম চৌধুরী করোনা পজিটিভ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টায় মারা যান।
এর আগে ডাঃ গাজী সাইফুল আলম চৌধুরীর বড় ভাই চিকিৎসক গাজী শফিকুল আলম চৌধুরী (৭৭) গত ২০ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। মারা যাওয়ার পর বড় ভাইয়ের পাশে ছোট ভাই গাজী সাইফুল আলমকে বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শুক্রবার রাত ১২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় পজিটিভ ছিলেন। ডাঃ গাজী সাইফুল আলম চৌধুরী বিএমএ বগুড়া শাখার সদস্য ও রাজশাহী মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের প্রাক্তন ছাত্র।
শনিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (৯ এপ্রিল) নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৮ জন। ৮ জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ৬জন। এছাড়া শাজাহানপুরে ১জন এবং অপরজন গাবতলী উপজেলার বাসিন্দা।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কোন ফলাফল পাওয়া যায়নি। টিএমএএস মেডিকেলে ১৬টি নমুনায় ৮ জন পজিটিভ হয়।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৮৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯০৯ জনে দাঁড়িয়েছে। শনিবার একজন চিকিৎসকরে মৃত্যু নিয়ে জেলায় এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৮টি জনের। সরকারি হিসেবে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬১১জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।