বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. জামাল উদ্দিন (৪৫) নামের এক রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ২টায় ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ সেনারজীবাগান এলাকায় নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করছেন। জামাল উদ্দিন পেশায় রিক্সাচালক হলেও তার নিজের রিকশা নেই। অন্যের রিকশা চালিয়ে যে আয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। অভাবের কারণে কোনো রিক্সা কিনতে পারেননি তিনি। রিক্সা কেনার জন্য শুক্রবার রাতে স্ত্রীর কাছে টাকা চান জামাল। স্ত্রীও অন্যের বাড়িতে কাজ করেন। তার কাছেও টাকা ছিলো না। তাই সে স্বামীকে টাকা দিতে পারেননি। শনিবার সকালে তার স্ত্রী নাস্তা আনার জন্য দোকান যান। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে ফিরে দেখেন স্বামী ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।