Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ‌্যালেন শুভ্রর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ১০:৪৬ এএম

ছোট পর্দার অভিনেতা অ‌্যালেন শুভ্রর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছেন নির্মাতা আহমেদ আজিম টিটু। তার অভিযোগ, অগ্রিম টাকা নিয়েও ‘দাদার বিয়ে’ নাটকের কাজ শেষ করেননি এ অভিনেতা। শিডিউল ফাঁসানোর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

নির্মাতা আহমেদ আজিম টিটু অভিযোগ করে বলেন, ‘গেলো ৩ ও ৪ এপ্রিল অ্যালেন শুভ্র আমাকে শিডিউল দিয়েছিল। চুক্তি অনুযায়ী তাকে আমি অগ্রিম টাকাও দিয়েছিলাম। ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে তিনি নাটকের সেটে এসেছিলেন। সব মিলিয়ে ৪টি দৃশ্যের কাজ করেছে। তারপর ও নিজের কিছু সমস্যার কথা বলেছে আমাকে। আমি বলেছি, ঠিক আছে তোমার সমস্যা সমাধানের চেষ্টার করবো। আমার সঙ্গে কথা বলার সময় তাকে অসুস্থ মনে হয়েছে। বিকেল ৫টার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ কাউকে কিছু না জানিয়ে অ্যালেন শুভ্র শুটিং সেট থেকে চলে যায়। কেন, কী কারণে চলে গেল সেটা আমি জানি না। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, যেন আমি কাজটা শেষ করতে পারি। কিন্তু উপায় না পেয়ে রাতেই আমি শুটিং বন্ধ করে দিয়েছি। ওর এ অপেশাদার আচরণের কারণে আমাদের আর্থিক ক্ষতি হয়ে গেছে। তার জন্য আমি সংশ্লিষ্ট সমিতিগুলোতে ক্ষতিপূরণ ও তার অপেশাদারি আচরণের বিচার চেয়ে মৌখিক অভিযোগ করেছি। রোববার লিখিত অভিযোগ করব।’

অ‌্যালেন শুভ্রর বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ করবেন আহমেদ আজিম টিটু। টিটু বলেন, ‘অ‌্যালেন শুভ্রকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু ওর অপেশাদার আচরণের কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে। আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। আগামীকাল (১০ এপ্রিল) গিল্ডে লিখিত অভিযোগ করব।’

উল্লেখ্য, ‘দাদার বিয়ে’ নাটকটিতে আরো অভিনয় করছেন ফারজানা রিক্তা, শামীম, আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না প্রমুখ। পূবাইলের ডাক্তার বাড়িতে নাটকের চিত্রায়ণ হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা নিয়াজ মাহবুবের গায়ে হাত তোলায় নিষিদ্ধ হয়েছিলেন অ্যালেন শুভ্র। সংশ্লিষ্ট সংগঠনগুলো তিন মাসের জন্য তাকে সব ধরনের শুটিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ