Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

করোনায় ভারতে ভয়াবহ পরিণতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১১:৩০ এএম

করোনায় ভারতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। প্রতিদিন গড়ে লাখের ওপর মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুবরণ করছেন শত শত মানুষ।

ভারতের মারাত্মক রূপ নিয়েছে মহামারি করোনাভাইরাস। ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে।

এ সময় মারা গেছেন ৮০২ জন। এখন পর্যন্ত ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।

এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাদানের ওপর জোর দেয়ার গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বললেন, ‘করোনার টিকাদানের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ