Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৬ আক্রান্ত নিয়েই শুরু আইপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

ভারতে বেড়েই চলছে করোনার সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে দেশটি। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৮৫ জন মারা গেছেন করোনায়, আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মোট মৃত মানুষের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮৬২। এরই মধ্যে আজ থেকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ আইপিএল।
গত বছর করোনা মহামারির মধ্যেই আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে বিসিসিআই। সংক্রমণের মধ্যেও সফলভাবে আইপিএল আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিল তারা। তবে সেখানে সুবিধাও ছিল। খেলা হয়েছিল মাত্র তিনটি ভেন্যুতে, যেখানে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে বাসেই যেতে পারতেন ক্রিকেটাররা। কিন্তু ভারতের বাস্তবতা অন্য রকম। এখন পর্যন্ত খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে আইপিএলের সঙ্গে জড়িত মোট ৩৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিভা অন্বেষণ কোচ ও ভারতের সাবেক উইকেটকিপার কিরণ মোরে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। পরশু জানা গেল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্যানিয়েল স্যামসও পজিটিভ। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
খেলা হবে মোট ছয়টি ভেন্যুতে- বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি ও কলকাতা। এসব শহরের মধ্যে দ‚রত্ব বেশি হওয়ায় বিমানপথে যাতায়াত করবেন ক্রিকেটাররা। আর বিমানবন্দরে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের বিমানবন্দরে আলাদা চেকইনের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে। কোভিড-১৯ পরীক্ষা করা হবে প্রতিদিন। জৈব সুরক্ষিত পরিবেশ ঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আলাদা করে একজন কর্মকর্তা থাকবেন।
সা¤প্রতিক সময়ে মুম্বাই ও দিল্লিতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এ জন্য রাতে কারফিউ জারি করা হয়েছে দুটি শহরে। বাকি চারটি শহরেও করোনার সংক্রমণ বাড়ছে। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিমানবন্দরে আইপিএলের খেলোয়াড় ও স্টাফদের জন্য আলাদা চেকইনের ব্যবস্থা করতে ভারতের সরকারকে অনুরোধ করবে বিসিসিআই। এতে জনসমাগমের বাইরে আলাদা জৈব সুরক্ষিত পরিবেশের মধ্যে বিমানবন্দর এলাকায় যাতায়াত করতে পারবেন তারা।
সংক্রমণের সংখ্যা বাড়ায় জৈব সুরক্ষিত পরিবেশ আরও কঠোর করার কথা ভাবছে বিসিসিআই। কিরণ মোরে যেমন চেন্নাইগামী বিমানে ওঠার আগে পরীক্ষায় নেগেটিভ ছিলেন। কিন্তু সেখানে নামার পাঁচ দিন পর কোভিড-১৯ পজিটিভ হন। বিশেষজ্ঞদের ধারণা, ভ্রমণের সময় কোভিড-১৯ ভাইরাসের সংস্পর্শে আসেন কিরণ মোরে। জৈব সুরক্ষিত পরিবেশে ঢোকার পর প্রতিটি দল তিনবার করে ভ্রমণ করতে পারবে।
প্রতিটি ফ্রাঞ্চাইজি দলে প্রতিদিনই করোনা পরীক্ষা করবে বিসিসিআই। এদিকে জৈব সুরক্ষিত পরিবেশ ঠিক রাখবেন যে কর্মকর্তা, তার দায়িত্ব হলো কোনো খেলোয়াড় যেন মাস্ক ছাড়া হোটেল কক্ষ থেকে বের না হন, তা নিশ্চিত করা। হোটেলের করিডরে, যেখানে অন্যরাও চলাফেলা করে, সেসব জায়গাতেও ঘোরাফেরা করতে পারবেন না খেলোয়াড়েরা। মাঠ ছাড়ার সময়ও মুখে মাস্ক থাকা বাধ্যতাম‚লক খেলোয়াড়দের জন্য। এসব নিশ্চিত করবেন জৈব সুরক্ষিত পরিবেশের শৃঙ্খলা কর্মকর্তা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ জন মাঠকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিসিসিআইয়ের সাত স্টাফ ও চার খেলোয়াড় করোনা পজিটিভ। আইপিএলে নানা সেবা দেওয়ার কাজে থাকা ১৪ জন সদস্য পজিটিভ। জৈব সুরক্ষিত পরিবেশে ঢোকার আগে সবার পজিটিভ হওয়া ধরা পড়ে। মাঠকর্মীদের আলাদা জৈব সুরক্ষিত পরিবেশে রাখা হয়েছে। দলগুলোকে ট্র্যাকিং করতে ব্লু-টুথ প্রযুক্তি ফ্রাঞ্চাইজিগুলোর হাতে তুলে দেওয়ার কথা এর আগে জানিয়েছিল বিসিসিআই। চারটি ফ্র্যাঞ্চাইজি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, তারা এখনো এ ধরনের কোনো প্রযুক্তি বোর্ডের কাছ থেকে পায়নি।

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি
তারিখ ভেন্যু ম্যাচ সময়*
৯ এপ্রিল চেন্নাই মুম্বাই-ব্যাঙ্গালুরু রাত ৮টা
১০ ” মুম্বাই চেন্নাই-দিল্লি রাত ৮টা
১১ ” চেন্নাই হায়দরাবাদ-কলকাতা রাত ৮টা
১২ ” মুম্বাই রাজস্থান-পাঞ্জাব রাত ৮টা
১৩ ” চেন্নাই কলকাতা-মুম্বাই রাত ৮টা
১৪ ” চেন্নাই হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু রাত ৮টা
১৫ ” মুম্বাই রাজস্থান-দিল্লি রাত ৮টা
১৬ ” মুম্বাই পাঞ্জাব-চেন্নাই রাত ৮টা
১৭ ” চেন্নাই মুম্বাই-হায়দরাবাদ রাত ৮টা
১৮ ” চেন্নাই ব্যাঙ্গালুরু-কলকাতা বিকাল ৪টা
১৮ ” মুম্বাই দিল্লি-পাঞ্জাব রাত ৮টা
১৯ ” মুম্বাই চেন্নাই-রাজস্থান রাত ৮টা
২০ ” চেন্নাই দিল্লি-মুম্বাই রাত ৮টা
২১ ” চেন্নাই পাঞ্জাব-হায়দরাবাদ বিকাল ৪টা
২১ ” মুম্বাই কলকাতা-চেন্নাই রাত ৮টা
২২ ” মুম্বাই ব্যাঙ্গালুরু-রাজস্থান রাত ৮টা
২৩ ” চেন্নাই পাঞ্জাব-মুম্বাই রাত ৮টা
২৪ ” মুম্বাই রাজস্থান-কলকাতা রাত ৮টা
২৫ ” মুম্বাই চেন্নাই-ব্যাঙ্গালুরু বিকাল ৪টা
২৫ ” চেন্নাই হায়দরাবাদ-দিল্লি রাত ৮টা
২৬ ” আহমেদাবাদ পাঞ্জাব-কলকাতা রাত ৮টা
২৭ ” আহমেদাবাদ দিল্লি-ব্যাঙ্গালুরু রাত ৮টা
২৮ ” দিল্লি চেন্নাই-হায়দরাবাদ রাত ৮টা
২৯ ” দিল্লি মুম্বাই-রাজস্থান বিকাল ৪টা
২৯ ” আহমেদাবাদ দিল্লি-কলকাতা রাত ৮টা
৩০ ” আহমেদাবাদ পাঞ্জাব-ব্যাঙ্গালুরু রাত ৮টা
১ মে দিল্লি মুম্বাই-চেন্নাই রাত ৮টা
২ ” দিল্লি রাজস্থান-হায়দরাবাদ বিকাল ৪টা
২ ” আহমেদাবাদ পাঞ্জাব-দিল্লি রাত ৮টা
৩ ” আহমেদাবাদ কলকাতা-ব্যাঙ্গালুরু রাত ৮টা
৪ ” দিল্লি হায়দরাবাদ-মুম্বাই রাত ৮টা
৫ ” দিল্লি রাজস্থান-চেন্নাই রাত ৮টা
৬ ” আহমেদাবাদ ব্যাঙ্গালুরু-পাঞ্জাব রাত ৮টা
৭ ” দিল্লি হায়দরাবাদ-চেন্নাই রাত ৮টা
৮ ” আহমেদাবাদ কলকাতা-দিল্লি বিকাল ৪টা
৮ ” দিল্লি রাজস্থান-মুম্বাই রাত ৮টা
৯ ” ব্যাঙ্গালুরু চেন্নাই-পাঞ্জাব বিকাল ৪টা
৯ ” কলকাতা ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ রাত ৮টা
১০ ” ব্যাঙ্গালুরু মুম্বাই-কলকাতা রাত ৮টা
১১ ” কলকাতা দিল্লী-রাজস্থান রাত ৮টা
১২ ” ব্যাঙ্গালুরু চেন্নাই-কলকাতা রাত ৮টা
১৩ ” ব্যাঙ্গালুরু মুম্বাই-পাঞ্জাব বিকাল ৪টা
১৩ ” কলকাতা হায়দরাবাদ-রাজস্থান রাত ৮টা
১৪ ” কলকাতা ব্যাঙ্গালুরু-দিল্লি রাত ৮টা
১৫ ” ব্যাঙ্গালুরু কলকাতা-পাঞ্জাব রাত ৮টা
১৬ ” কলকাতা রাজস্থান-ব্যাঙ্গালুরু বিকাল ৪টা
১৬ ” ব্যাঙ্গালুরু চেন্নাই-মুম্বাই রাত ৮টা
১৭ ” কলকাতা দিল্লি-হায়দরাবাদ রাত ৮টা
১৮ ” ব্যাঙ্গালুরু কলকাতা-রাজস্থান রাত ৮টা
১৯ ” ব্যাঙ্গালুরু হায়দরাবাদ-পাঞ্জাব রাত ৮টা
২০ ” কলকাতা ব্যাঙ্গালুরু-মুম্বাই রাত ৮টা
২১ ” ব্যাঙ্গালুরু কলকাতা-হায়দরাবাদ বিকাল ৪টা
২১ ” কলকাতা দিল্লি-চেন্নাই রাত ৮টা
২২ ” ব্যাঙ্গালুরু পাঞ্জাব-রাজস্থান রাত ৮টা
২৩ ” কলকাতা মুম্বাই-দিল্লি বিকাল ৪টা
২৩ ” কলকাতা ব্যাঙ্গালুরু-চেন্নাই রাত ৮টা
২৫ ” আহমেদাবাদ প্রথম কোয়ালিফায়ার রাত ৮টা
২৬ ” আহমেদাবাদ এলিমিনেটর রাত ৮টা
২৮ ” আহমেদাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ার রাত ৮টা
৩০ ” আহমেদাবাদ ফাইনাল রাত ৮টা
*বাংলাদেশ সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ