মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে নাজেহাল হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ইতোমধ্যেই তালিকাভুক্ত হয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তার দেড় মাস পরই যুক্তরাষ্ট্রজুড়ে ভাইরাসটির ব্যাপক বিস্তার ঘটতে থাকে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জনের। মার্কিন গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদন থেকে জানা যায়, করোনার সংক্রমণ ও মৃত্যু ছাড়াও ইতোমধ্যে সংকুচিত হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। আংশিক লকডাউন, ব্যবসা প্রতিষ্ঠানে মন্দাভাবসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড সীমিত হয়ে পড়ায় চাপের মুখে পড়েছেন মার্কিন নাগরিকরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প‚র্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবৃদ্ধির বদলে উল্টো ৪ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে। যদিও অর্থনৈতিক বিশৃঙ্খলা মোকাবিলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই অর্থনীতি পুনরুদ্ধারে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বরাদ্দের মধ্যে এক লাখ কোটি ডলার প্রত্যেকটি মার্কিন পরিবারের জন্য যার মধ্যে প্রত্যেক নাগরিক সরাসরি এক হাজার চারশ’ ডলার পাবেন। এ ছাড়া ৪১ হাজার পাঁচশ’ কোটি ডলার করোনা মোকাবিলায় এবং ছোট ব্যবসাগুলোকে বাঁচিয়ে রাখতে ৪৪ হাজার কোটি ডলার ব্যয় করার ঘোষণা দেওয়া হয়েছে। বাকি অর্থ বেকার ভাতা, ভাড়া দিতে না পারায় বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে রয়েছে এমন পরিবার, বাড়ি থেকে উচ্ছেদ হওয়া গৃহহীন, অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনকে করোনা মোকাবিলায় নগদ অর্থ সহায়তা ইত্যাদি কাজে ব্যয় করার পরিকল্পনা করা হয়। কংগ্রেস ইতোমধ্যে বাইডেনের পরিকল্পনায় সমর্থন দিয়েছে। এদিকে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭৮ লাখ ১০ হাজার ৮৩ জন। কংগ্রেস ইতোমধ্যে বাইডেনের পরিকল্পনায় সমর্থন দিয়েছে। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪১ হাজার ৯৭ জন। বিবিসি, ফিনান্সিয়াল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।