মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রকমের নাজুক। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে দেশটির সরকার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে দেশটির জন্য এটি নতুন রেকর্ড। একই সময়ে মারা গেছেন ৬৮৫ জন। দেশটিতে এখন প্রতিদিন ১২ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। যা বিশ্বে এখন পর্যন্ত আরেক রেকর্ড পরিমাণ। করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অনস্থান এখন প্রথম। গতকালের তুলনায় আজ প্রায় ১০ হাজার বেশি শনাক্ত হয়েছে। আপাতত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪ জন।
দেশটির স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে প্রায় ৬০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইরাসের লাগামছাড়া সংক্রমণে দিশেহারা মহারাষ্ট্র সরকার। সেখানে রাতে কারফিউ জারি করা হয়েছে। তাছাড়া প্রতি শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত লকডাউনও থাকবে। লখনৌ ও দিল্লিতেও রাতে কারফিউ জারি করা হয়েছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এইমস) হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন তিনি।
এদিকে ভারতে করোনার প্রকোপ লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় নিজ দেশে ভারতীয়দের প্রবেশ বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড। তবে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এনডিটিভি’কে জানিয়েছেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ করোনা টিকা আছে। রাজ্যগুলোর প্রয়োজন ও চাহিদা অনুসারে টিকা পাঠানো হচ্ছে। কিন্তু মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তারা এক কোটির কিছু বেশি ভ্যাকসিন পেয়েছিলেন। তিন শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে। এখন পর্যন্ত ৮৫ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাতে এখন মাত্র তিনদিনের চাহিদা মেটানোর মতো টিকা মজুত আছে। এদিকে আরেক রাজ্য পুনে’র অবস্থা আরও খারাপ। সেখানে হাসপাতালে করোনা রোগীদের রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনী তাদের হাসপাতালের ২০টি বেড সাধারণ মানুষের চিকিৎসার জন্য দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।