Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে ৪ বাংলাদেশি আটক, চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:৫৩ পিএম

ভারতের নয়াদিল্লিতে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা সোমবার শ্রী ফোর্ট রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।
গতকাল বুধবার পুলিশ জানায়, এই চার সদস্য বাংলাদেশি নাগরিক এবং কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে বসবাস শুরু করে। গ্রেফতারকৃতরা হলো রফিক লস্কর (৩৩), মোহাম্মদ সেলিম (২৬), আজিজুল রহমান (২৫) এবং মোহাম্মদ রাজ্জাক (৩৬)। সহজে অর্থ উপার্জনের জন্য গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্রে জড়িয়ে পড়ে। তাদেরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ জানায়, ফরিদাবাদ, যধপুর, আওরঙ্গবাদ, গুলবার্গা, ভাপি, বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন এলাকায় শতাধিক চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।
এক পুলিশ কর্মকর্তা জানান, তারা অস্ত্র ও ঘরের তালা ভাঙার যন্ত্রপাতি সঙ্গে রাখত। চুরির সময় কেউ ঘুম থেকে জেগে উঠলে তাকে জিম্মি করত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, চুরি, চারটি তাজা গুলি ও তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, পুলিশ এই চার বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কি না তা জানার চেষ্টা করছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ