নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া করোনাভাইরাস মহামারীর বিরূপ প্রভাব পড়েছে ম্যানচেস্টার সিটির আয়েও। ২০১৯-২০ মৌসুমে ইংলিশ ক্লাবটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৬০ লাখ পাউন্ড। ক্লাবের ওয়েবসাইটে গতপরশু দেওয়া বিবৃতিতে সিটি জানায়, ২০১৯-২০ মৌসুমে তাদের আয় ১১ শতাংশ কমে ৪৭ কোটি ৮৪ লাখ পাউন্ডে নেমেছে।
বিশ্ব জুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের মার্চে বন্ধ হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। তিন মাস পর খেলা পুনরায় শুরু হয় দর্শকশ‚ন্য মাঠে। ম্যাচ ডে ও ব্রডকাস্টিংয়ে আয় কমে যাওয়ায় বেড়েছে ক্ষতির পরিমাণ। তবে কিছুটা আশার আলোও দেখছে ক্লাবটি। মৌসুম শেষ হয়েছিল স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে। তাই প্রিমিয়ার লিগের প্রায় এক চতুর্থাংশ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শেষ দিকের ম্যাচগুলোর আয় যোগ হবে পরবর্তী অর্থবছরের হিসাবে।
এছাড়া খেলোয়াড় বিক্রি থেকে প্রাপ্ত আয়ও যোগ হয়নি গত মৌসুমের হিসাবে। গণমাধ্যমের খবর অনুযায়ী, লেরয় সানেকে তারা বায়ার্ন মিউনিখের কাছে বিক্রি করেছিল সাড়ে ৪ কোটি ইউরোয়। এসব কারণে ২০২০-২১ মৌসুমে তাদের আয় বাড়বে বলে আশা করছে সিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।