Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোলবলেও চ্যাম্পিয়ন আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৮:৫৯ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে রোলার স্কেটিংয়ের ব্যক্তিগত ২০টি ইভেন্টের মধ্যে ১৯টিতেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ আনসার। বুধবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে রোলবলের পুরুষ ও নারী দু’বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। নারী বিভাগের ফাইনালে আনসার ও লেজার স্কেটিং ক্লাবের মধ্যকার খেলাটি ড্র হয়। পরবর্তী ৫ মিনিট গোল্ডেন বল খেলায় আনসার ১-০ গোলে লেজার স্কেটিং ক্লাবকে হারিয়ে সেরা হয়। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে আনসার ২-০ গোলে লেজার স্কেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের হয়ে গোল দু’টি করেন রজ্জব আলী ও মো. সোহাগ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ গেমস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ