Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকসেবীর ছুরিকাঘাতে ২ কৃষক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ২:০৬ পিএম

নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে দুই কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও একজন।

বুধবার দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহত সেন্টু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে (২৪) আটক করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও মৃত দেওয়ান আলীর ছেলে আলী আজগর (৬৫)।

আটক ইউনুস আলী নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ করে ইউনুস তার পরিবারের সাথে বিরূপ আচরণ শুরু করেন।

তার আচরণ দেখে তাকে নেশাগ্রস্ত বলে মনে হয়। বুধবার সকালে তিনি হাতে ছোরা নিয়ে বের হয়ে সামনে যাকে পান তাকেই ধাওয়া দিতে থাকেন। এ সময় ফরহাদ মিয়া বাড়ির অদূরে তার কৃষি জমিতে কাজ করছিলেন।

ইউনুস আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

ফজল মিয়াকে কোপানোর পর রাস্তার পাশে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকে কোপাতে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ