Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমে উঠেছে বাংলাদেশ গেমস ক্রিকেটের লড়াই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৮:০১ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেটে পুরুষ বিভাগের লড়াই বেশ জমে উঠেছে। বরিশালে চার দলের অংশগ্রহণে ক্রিকেটে এখন পর্যন্ত চারটি ম্যাচ শেষ হয়েছে। প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে। চার ম্যাচ শেষে সব দলের পয়েন্ট সমান। তাই লিগ পর্বের শেষ দু’টি ম্যাচ হয়ে পড়েছে অলিখিত সেমিফাইনাল। এ দুই ম্যাচের বিজয়ী দলই স্বর্ণপদকের জন্য ফাইনালে খেলার টিকিট পাবে। আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল।

জয়ী হলেই ফাইনালে খেলার সুযোগ- এমন সমীকরণ নিয়েই শেষ দু’টি ম্যাচে মাঠে নামবে দলগুলো। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টলা ইস্ট জোন খেলবে বরেন্দ্র নর্থ জোনের বিপক্ষে। সকাল ৯টায় শুরু ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে জিতে পরের ম্যাচেই হেরেছিল চট্টলা ইস্ট জোন। একই ফলাফল বরেন্দ্র নর্থ জোনেরও।

বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন লড়বে চন্দ্রদ্বীপ সাউথ জোনের বিপক্ষে। প্রথম ম্যাচে হারলেও জাহাঙ্গীরাবাদ জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচে। অন্যদিকে চন্দ্রদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছিল বরেন্দ্র নর্থ জোনের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে চট্টলাকে হারায় চন্দ্রদ্বীপ।

চার ম্যাচ শেষে রান রেটে সবার চেয়ে এগিয়ে বরেন্দ্র নর্থ জোন। তাদের রান রেট ১.৯৪৬। এছাড়া চট্টলা ইস্ট জোনের রান রেট ০.১১৩, জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের -০.৩৭৫ এবং চন্দ্রদ্বীপ সাউথ জোনের রান রেট -১.৮৩১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ গেমস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ