Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৬:১৩ পিএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫৫৮ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। গতকাল রোববার প্রদেশটিতে ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ। মহারাষ্ট্রে ইতিমধ্যেই লকডাউন চলছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মাসে কোভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণ করে ১৪ কোটি ডোজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের পুনের সিরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা টিকা কোভিশিল্ডের ৬ কোটি ডোজ প্রত্যেক মাসে উৎপাদন করছে। অন্যদিকে, হায়দরাবাদের ভারত বায়োটেক কোভ্যাক্সিনের ৫০ লাখ ডোজ উৎপাদন করছে। -এনডিটিভি

করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভারতের সরকার বর্তমানে তিনটি প্রদেশ— মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং পাঞ্জাবের ৫০টি জেলায় উচ্চ-পর্যায়ের ৫০টি মাল্টি-ডিসিপ্লিন্যারি জনস্বাস্থ্য দল গঠন করেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ভ্যাকসিনের উৎপাদন এবং সংরক্ষণের জন্য অতিরিক্ত উৎপাদন স্থাপনা-রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তাব নিয়ে কাজ করছে সরকার। নতুন করে ভ্যাকসিন প্ল্যান্ট ও সংরক্ষণ স্থাপনা তৈরির জন্য দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষর অনুমোদনের দরকার। গত বছর পুনের সিরাম ইনস্টিটিউট চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক মাসে কোভিশিল্ডের ১০ কোটি ডোজ উৎপাদনের ঘোষণা দেয়। কিন্তু দেশটির কর্মকর্তারা বলেছেন, সিরাম ইনস্টিটিউট এখনও সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অন্যদিকে, বেঙ্গালুরুতে নিজেদের একটি ইউনিটে ভারত বায়োটেক কোভ্যাক্সিন উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। যদিও এই ইউনিটটি প্রাণীর ভ্যাকসিন উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল। হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে নিজেদের স্থাপনায় ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের কাছে দেড়শ কোটি রুপি চেয়ে চিঠি লিখেছে ভারত বায়োটেক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মঙ্গলবার বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৪৬ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসের উল্লম্ফনে ভারতে ভ্যাকসিনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যে কারণে দেশটির সরকার তাদের উৎপাদিত ভ্যাকসিনের রফতানি সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে। এমনকি বিশ্বের দারিদ্র ও মধ্য-আয়ের দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগ কোভ্যাক্স প্রকল্পেও ভ্যাকসিন সরবরাহ স্থগিত করেছে ভারতের সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ