বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজের ৩দিন পর নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে মো. মিজানুর রহমান আশ্রাফুল (৬) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা হত্যার পর দূর্বৃত্তরা আশ্রাফুলের লাশ মাটির নিচে ফুঁতে রেখে গিয়েছিল।
সোমবার রাত ৮টার দিকে নজরপুর গ্রামের তেলি পুকুর এলাকার বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মিজানুর রহমান আশ্রাফুল উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের মীর বাড়ীর আবুল কাশেম মীরের ছেলে। সে স্থানীয় গাজীরহাট সানরাইজ একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার নানার বাড়ী নজরপুর এলাকা থেকে নিখোঁজ হয় আশ্রাফুল। এরপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি তেলি পুকুর এলাকার বাঁশ বাগান থেকে পঁচা গন্ধ ও মাছি উড়তে দেখে মাটির নিচে পঁচা কিছু আছে বলে সন্দেহ করে। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির খুঁড়ে আশ্রাফুলের লাশ উদ্ধার করে।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় নিহতের বাবা গত শুক্রবার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।