মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের মনুষ্যবিহীন আকাশযানের (ড্রোন) সংযুক্ত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে এবার ধরা পড়লো ইউরোপে প্রবেশ করতে চাওয়া শরণার্থীদের গ্রিক কোস্ট গার্ডের ফেরত পাঠানোর চিত্র। শুক্রবার এই ভিডিওচিত্র ধারণ করা হয় বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায়, গ্রিক কোস্ট গার্ডের একটি স্পিডবোট নারী ও শিশুসহ ২০-২৫ শরণার্থীবাহী একটি নৌকাকে ঠেলে তুরস্কের পানিসীমার মধ্যে নিয়ে যায়। পরে তুর্কি কোস্ট গার্ড ওই নৌকার আরোহীদের উদ্ধার করে। সা¤প্রতিক সময়ে ইউরোপগামী শরণার্থীদের সমুদ্রপথে ঝুঁকিকে অগ্রাহ্য করে গ্রিস নিজ ভূখন্ডে প্রবেশে বাধা দিচ্ছে। প্রায়শই শরণার্থীবাহী নৌকাকে বিপজ্জনকভাবে গ্রিক কোস্ট গার্ডের নৌযান ঠেলে নিজেদের সমুদ্রসীমা থেকে বের করে দিচ্ছে। যুদ্ধ, নিপীড়ন ও দারিদ্র্য পেছনে ফেলে ইউরোপে নতুন জীবন শুরু করতে ইচ্ছুক বিভিন্ন দেশের শরণার্থীরা ইউরোপে প্রবেশে তুরস্ক হয়ে গ্রিসের পথকে প্রধানতম একটি পথ হিসেবে হিসেবে ব্যবহার করছেন। জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যানুসারে, তুরস্কে বর্তমানে ৪০ লাখের বেশি শরণার্থীর অবস্থার রয়েছে। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।