নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাইক্লিং ডিসিপ্লিনের শেষ দিনে সোমবার পাঁচটি ইভেন্টের সবক’টিতেই রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। চারদিন ব্যাপী খেলা শেষে ২১ ইভেন্টের মধ্যে ১৩টিতেই নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এমন রেকর্ডময় গেমসে জয়জয়কার সেনাবাহিনীর। আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে গতির ঝড় তুলেছেন এই সংস্থার বিশ্বাস ফয়সাল হোসেন এবং শিল্পী খাতুন। ফয়সাল পাঁচটি ও শিল্পী চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
আগেই হ্যাটট্রিক রেকর্ড গড়ে গণমাধ্যমের নজর কাড়েন বাগেরহাটের তরুন বিশ্বাস ফয়সাল হোসেন। কাল পুরুষদের ১৬০০ মিটার টিম ট্রায়ালে আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দু’মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন ফয়সাল। এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে দু’মিনিট ২১.৩২ সেকেন্ডে আনসারের। পুরুষদের ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর শরীফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিনের সঙ্গে পাঁচ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন বিশ্বাস ফয়সাল হোসাইন। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশ আনসারের ২০১৮ সালে ছয় মিনিট ১২.৪ সেকেন্ডে। এদিন সেনাবাহিনীর শিল্পী খাতুন আরও দু’টি নতুন রেকর্ড গড়েন। নারীদের ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায়কে নিয়ে এক মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন শিল্পী খাতুন। আগের রেকর্ডটি ছিল ২০১৩ সালে দু’মিনিট ০১.১২ সেকেন্ডের। নারীদের ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন তিন মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের ২০১৮ সালে ৩ মিনিট ৩০.৬১ সেকেন্ডের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।