Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফের স্থগিত দেশের ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

লকডাউন ঘোষণার পর সরকারের নির্দেশনা অনুসরণ করে আজ থেকে সকল কার্যক্রম বন্ধ রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল এ প্রসঙ্গে বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল (আজ) থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, নারী ফুটবলসহ সব স্থগিত রাখছি। লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে।’

৯ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। স্বাভাবিকভাবেই সেটা পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় লেগ শুরুর আগে চলছে মধ্যবর্তী দলবদল। মধ্যবর্তী দলবদল শেষ হওয়ার সময়সূচি ৭ এপ্রিল। ফিফার কাছে বাফুফে সময় বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে বলেও জানান সোহাগ, ‘এই পরিস্থিতিতে ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধন করা বেশ কষ্টসাধ্য। তাই আমরা ফিফার কাছে অনুরোধ জানিয়েছি এই সময় বৃদ্ধি করার। আগামীকালের মধ্যে ফিফাকে এই বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছি।’ লকডাউন বৃদ্ধি হলে সেক্ষেত্রে লিগ স্থগিতের মেয়াদও বাড়বে। বিষয়টি স্পষ্ট করেই জানালেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে লকডাউন বা এই পরিস্থিতি শেষ হওয়ার সাত দিন পর খেলা মাঠে গড়াবে।’

বাফুফের নিজস্ব ব্যবস্থাপনা ছাড়াও বাংলাদেশ গেমসে চলছে ফুটবল ডিসিপ্লিন। সরকারের নির্দেশনা পেয়ে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাফুফেকে সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছে। এই প্রসঙ্গে সোহাগ বলেন, ‘আমরা মহিলা ফুটবলের ফাইনাল আগামীকালের (আজ) পরিবর্তে আজই (গতকাল) আয়োজন করেছি। পুরুষ ফুটবল চলছে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। সেটাও একদিন এগিয়ে এনে ৭ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা করছি।’

কোভিড-১৯ মহামারীর ধাক্কায় গত বছর মার্চেও স্থগিত হয়েছিল দেশের ফুটবল। দীর্ঘদিন বন্ধ থাকায় পুরুষদের প্রিমিয়ার লিগ বাতিল করে দেয় বাফুফে। তবে করোনার প্রকোপ কমে এলে মেয়েদের ফুটবল শুরু হয়েছিল। আর গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সিরিজ দিয়ে দেশে ফিরেছিল আন্তর্জাতিক ফুটবল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ