মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সীমান্তে হত্যায় ভারতের সীমান্তরক্ষীরা সিদ্ধহস্ত। জানা গেছে, ভারতীয় সীমান্তে চলে এসেছিল পাকিস্তানের ৮ বছরের এক শিশু। নাম তার করিম। বিএসএফ জওয়ানদের দেখেই কান্নাকাটি শুরু করে সে। ঘটনাটি ঘটে শুক্রবার রাজস্থানের বারমেড় জেলায়। পাকিস্তানি সীমান্ত লাগোয়া গ্রাম থেকে একটি ৮ বছরের শিশু ঢুকে পড়ে ভারতের সীমান্তে। বিএসএফ জওয়ানদের তা নজরে পড়ে যায়। জওয়ানরা শিশুটির কাছে এগিয়ে যেতেই কান্না জুড়ে দেয় সে। সেই কান্না থামাতে হিমশিম খেতে হয় জওয়ানদের। পানি, বিস্কুট, চকলেট খেতে দেয়া হয় তাকে। এরপর পতাকা বৈঠক করে পাকিস্তানী সেনার হাতে তুলে দেওয়া হয় করিমকে। গুজরাট ফ্রন্টিয়ারের ডিজিপি এম এল গর্গ বলেছেন, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ওই শিশু ভারতের সীমান্তে ঢুকে পড়ে। জওয়ানরা এরপর পাক রেঞ্জার্সের হাতে তুলে দেয় শিশুটিকে। প্রসঙ্গত, চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তপ্ত সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গে সু-সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ভারত। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।