Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪ ড্রাইভারকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৯:৩২ পিএম

পুঠিয়ায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪ ড্রাইভারকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জিউপাড়া ইউনিয়নের মিনি বিশ্বরোড থেকে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন ৪ টি ট্রাক্টর সহ ড্রাইভার কে আটক করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ আটককৃত ব্যক্তিদের তাঁর কার্যালয়ে হাজির পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড আদায় করেন।

দন্ডপ্রাপ্ত ট্রাক্টর ড্রাইভারগণ হলো, বিপুল (৩২), রুবেল আলম (২৫), আসাদুল আলম (২৮) ও শফিকুল ইসলাম (৩২)।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ বলেন, দীর্ঘদিন থেকে ঝলমলিয়া মোল্লাপাড়া মিনি বিশ্বরোডে অতিরিক্ত বোঝাই ট্রাক্টরের মাধ্যমে মাটি, বালু পরিবহনের মাধ্যমে বিশ্বরোডের ক্ষতি সাধন করায় এই অভিযান পরিচালিত হয়।

এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে জানান এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ