বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী কালামকে(২৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চরমিয়াজান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। আজ শনিবার সকালে আসামী কালামকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের এক গৃহবধূ শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ এনে কালামকে প্রধান আসামী করে দুই জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই দিন সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকায় এস.আই জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামী কালামকে গ্রেপ্তার করা হয়। আসামীকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।