Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত বেঁধে গোবর খাওয়ানো হলো দুই শিশুকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পোষা কুকুর হারিয়ে গিয়েছিল। সেটিকে খুঁজতে আম বাগানে ঢুকেছিল। এই অপরাধে দুই শিশুর হাত বেঁধে রেখে তাদের মুখে গোবর ঢুকিয়ে দেয়া হয়। এমন নির্মম ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের মাহবুবাবাদ জেলার কান্তাইয়াপালেম গ্রামে। জানা গেছে, থরুর থানাধীন সাই নগরের বাসিন্দা ওই দুই শিশু। তারা তাদের হারিয়ে যাওয়া পোষা কুকুর খুঁজতে বের হয়। কুকুর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কান্তাইয়াপালেমের কাছে প্রধান সড়কের সঙ্গে লাগোয়া একটি আম বাগানে ঢুকে পড়ে। কিন্তু বাগানের দুই কেয়ারটেকার এই দুই শিশুকে আটকে রাখে। তারা বাগানে আম চুরি করতে এসেছে এমন অভিযোগ উত্থাপন করে তারা। মাহবুবাবাদের পুলিশ সুপার এন কটি রেড্ডি বলেছেন, ওই দুই শিশুর হাত বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। এসময় তাদের মুখে গরুর গোবর ঢুকিয়ে দেয় ওই দুই কেয়ারটেকার। এমনকি তাদের চেহারায়ও গোবর মেখে দেয় তারা। এই ঘটনার ভিডিও দৃশ্যধারণও করে অভিযুক্ত দুই ব্যক্তি। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। ওই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। পরে শুক্রবার ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুজন ছাড়াও ভিডিও রেকর্ড করা এবং উস্কানি দেয়ার অভিযোগে আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই শিশু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ