Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে আগুনে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১:০১ পিএম

সাভারে একটি বস্তি ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুই সহোদর পথ শিশু।
গভীর রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। নিহত দুই পথ শিশু হচ্ছে জাহিদ (১৩) ও নাহিদ (৬)।
ফায়ার সার্ভিস জানায় রাতে ওই বস্তির নিজ ঘরে মোমবাতি জ্বালিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ে। এসময় মোমবাতির আগুনে পুরো ঘরটি পুড়ে ওই দুই শিশু নিহত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘরে আগুন লাগার সময় ওই দুই শিশুর মামা জোবেদা বেগম বাহিরে ছিলেন। শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রীমোহনী গ্রামে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই অপূর্ব দাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ