বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাউফলে ডায়েরিয়া মহামারি আকার ধারণ করেছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ৬৯ জনকে ভর্তি করা হয়েছেন। তার মধ্যে ৫৮ জনই হচ্ছেন ডায়েরিয়ায় আক্রান্ত রোগী। এর মধ্যে আবার অধিকাংশ শিশু। আজ শনিবার (দুপুর ২টা পর্যন্ত) ভর্তি হয়েছেন ১১ জন।
গত মাসে (মার্চ) এ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৩৩৫ জন ডায়েরিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে যে হারে ডায়েরিয়ায় আক্রান্তদের সংখ্যা বেড়ে চলছে, তাতে আর অল্প কয়েকদিনের মধ্যে মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব ডায়েরিয়ায় আক্রন্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোন জায়গা নেই। তাই আক্রন্তদের ডায়েরিয়া ওয়ার্ডের বাই ফ্লোরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা জানান, ডায়েরিয়া বেড়ে যাওয়ায় অন্যতম দুইটি কারণ হলো আবহাওয়া পরিবর্তন ও তরমুজ খেয়ে আক্রান্ত হচ্ছেন। তিনি আরও জানান, অতীতের যে কোন বছরের তুলনায় এবার ডায়েরিয়ায় আক্রান্তের হার বেশী। তিনি সবাইকে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। একদিকে করোনাভাইরাসের হানা, অন্য দিকে ডায়েরিয়ায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।