বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় জামায়াতের এক কর্মীসহ ৫জনকে আটকের পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে তাদের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গোপন বৈঠকের খবরে বাঘা পৌরসভার মিলিক বাঘা এলাকার জামায়াত কর্মী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, এর মধ্যে জাহাঙ্গীর হোসেন পৌর জামায়াতের কর্মী, আমোদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রাকিবুল ইসলাম (১৪) অষ্টম শ্রেণীর ছাত্র, বানিয়াপাড়া গ্রামের মান্নান হোসেনের ছেলে আলী হাসান (১৬) দশম শ্রেণীর ছাত্র, একই গ্রামের শাজাহান আলীর ছেলে শাকিব হোসেন (১৫), নবম শ্রেণীর ছাত্র এবং সরেরহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২২) মাষ্টারস এর ছাত্র। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে রয়েছেন বলে জানা গেছে।
বাঘা থানার পরিদর্শক আব্দুল বারী জানান, গোপন বৈঠকের সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে অপ্রীতিকর কোন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের কাছে দেওয়া হয়েছে। সেই মুচলেকার শর্ত মতে তাদের ডাকা হলে থানায় হাজির হতে বাধ্য থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।