বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়ার পলিমা বেগম নামে (৪০) এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। শুক্রবার সকালে তার বাড়ির পাশের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী জানান, এলাকাবাসী সকালে আমাকে জানালে আমি থানায় ফোন করে পুলিশকে জানাই, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, কে বা কারা খুন করেছে তা জানি না। এসময় তিনি আরও বলেন, পলিমা বেগমের ২ মেয়ে ঢাকায় গার্মেন্টে কর্মরত এবং ছেলে নবম শ্রেণির ছাত্র, সে মায়ের সাথেই থাকতো। জানা যায়, পলিমার ছেলে বেশ কিছু দিন যাবত তার বোনের বাসায় ঢাকায় বেড়াতে গিয়েছে। তাই পলিমা কিছু দিন যাবত একাই বাড়িতে থাকতেন। সেই সুযোগেই কেউ তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার সূত্রপাত ধরেই হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কারা তার বাড়ির পাশে তাকে ধান ক্ষেতে মেরে ফেলে যায়। পরে সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের জানালে আমরা এসে লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তবুও সকল ব্যবস্থা নেয়া হবে এবং আসামিদের খুব জলদিই আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।