Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম ‘পাচার’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৩:৪৬ পিএম

আসামে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কিত হলো বিজেপি। ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পলের গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোট লুঠের অভিযোগে বিজেপি-কে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন প্রিয়াঙ্কার গান্ধীসহ আসাম কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা।

যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি আসামের বিজেপি নেতৃত্ব। তবে ওই বুথকর্মীদের দাবি, ইভিএম মেশিন-সহ ওই গাড়িতে ‘লিফ্ট’ নিয়েছিলেন তারা। বৃহস্পতিবার আসামের ৩৯টি বিধানসভা আসনে ভোট হয়েছে। ভোটদান পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আসামের এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও টুইট করেন। সেখানে দেখা যায়, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওর সঙ্গে ‘ব্রেকিং’ লিখে ওই ব্যক্তির দাবি, ‘পাথরকান্দির বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণেন্দু পলের গাড়িতে ইভিএম উদ্ধারের পর এখানে উত্তেজনা রয়েছে।’

ওই গাড়িটি কৃষ্ণেন্দুর বলেও ভিডিওতে দাবি করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা বিজেপি-র উপর ঝাঁপিয়ে পড়েছে। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সেই সঙ্গে বিজেপি-কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। টুইটার তিনি লিখেছেন, ‘ভোটের সময় যখনই কোনও প্রাইভেট গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে, আশ্চর্যজনক ভাবে প্রতিবারই তাতে কিছু মিল পাওয়া যায়।’ কী সেই মিল? প্রিয়াঙ্কার মতে, ‘ওই গাড়িগুলি সাধারণত বিজেপি প্রার্থীর হয়। ভিডিওগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেয়া হয়। যারা এ ধরনের ভিডিও ফাঁস করেন, তাদেরকে ‘অনুগত’ সংবাদমাধ্যমকে দিয়ে হেরোদের কাজ বলে চালিয়ে দেয়া চেষ্টা করে বিজেপি। বাস্তব হল, এ ধরনের ঘটনায় কিছুই পদক্ষেপ করা হয় না।’

প্রিয়াঙ্কার পর বিজেপি-র বিরুদ্ধে ‘রিগিং’ করে ‘ভোট চুরি’র অভিযোগ তুলেছেন আসাম কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। সাংসদ প্রদ্যোৎ বরদলৈ, গৌরব গগৈ এবং আসাম কংগ্রেসের জিতেন্দ্র সিংহ, রকিবুল হাসানেরা বিজেপি-র বিরুদ্ধে একের পর এক টুইট করেছেন। গৌরবের দাবি, ‘ইভিএম চুরি করে, তার দখল নিয়ে, একমাত্র এ ভাবেই আসামে জিততে পারবে বিজেপি। আর সব কিছু‌ই হচ্ছে নির্বাচন কমিশনের নাকের ডগায়। গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখের দিন।’

কংগ্রেস নেতৃত্ব এই ঘটনা নিয়ে বিজেপি-কে আক্রমণ করলেও ওই কেন্দ্রের বুথকর্মীরা কৃষ্ণেন্দুর গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার জন্য ‘লিফ্ট’ নিয়েছিলেন বলে দাবি করেন। বিরোধী দলের কর্মী-সমর্থকেরা গাড়িটিকে ঘিরে ধরলে তাদের সরাতে পুলিশ শূন্যে গুলিও চালায়। শুক্রবার এক নির্বাচনী কর্মকর্তা দাবি করেন, ওই গাড়িটি আসলে বিজেপি প্রার্থীর নয়, তার এক আত্মীয়ের। তবে ইভিএম নিয়ে যেতে কেন প্রার্থীর গাড়িতে ‘লিফ্ট’ নেয়া হল, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ