Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতুপালং বাজারে ভয়াবহ আগুন, ৩ রোহিঙ্গা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৯:৩৩ এএম

ক্যাম্পে আগুনের কাটতে না কাটতে এবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। পুড়ে গেছে পাঁচটি দোকান।

উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক।

নিহতরা হলেন- দোকানের কর্মচারী উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহ।

ইমদাদুল হক বলেন, রাত ৩টার উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর ভোর রাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে নিহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ