Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ গেমসের পুরুষ ক্রিকেট শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১০:০১ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ক্রিকেট বৃহস্পতিবার বরিশালে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থ জোন ২১১ রানের বড় ব্যবধানে হারায় চন্দ্রদ্বীপ সাউথ জোনকে। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থ জোন ৮ উইকেটে ২৩৭ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মিনহাজুল হাসান। তার ১০৬ বলের এই ইনিংসে ছিল ৭টি চারের মার।

জবাবে ২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ সাউথ জোন ৯.৪ ওভারে মাত্র ২৬ রানে অল-আউট হয়ে যায়। তাদের ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। দলের পক্ষে ৯ সর্বোচ্চ রান করেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান।

ম্যাচের আগে বেলুন উড়িয়ে গেমসের পুরুষ ক্রিকেটের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ গেমস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ