Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে করোনার প্রভাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৯:৪৯ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্বই যেন থমকে আছে। বাংলাদেশেও এই ভাইরাস ছড়ি ঘোরাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন সর্বোচ্চ ৬৪৬৯ জন। রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

সারা দেশের মানুষ এখন আতংকে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যেন করোনার প্রভাব পড়েছিল। দেড় ঘণ্টার অনুষ্ঠানে উল্লেখযোগ্য দর্শক স্টেডিয়ামে আসেননি। পূর্ব ও পশ্চিম গ্যালারিতে দর্শকদের জন্য কিছু আসন থাকলেও সেখানে হাতেগোনা কয়েকজনকেই দেখা গেল। ভিআইপি গ্যালারিতে দর্শকদের আসন থাকলেও অনেকেই আসেননি। তাই ভিআইপি গ্যালারি বলতে গেলে ফাঁকাই ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ গেমস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ