Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্রে সোলাঙ্কির অভিষেক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

অরিত্র মুখার্জির ‘বেবি ও বাবা’ দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু হল সোলাঙ্কি রায়ের। সম্প্রতি ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের কাজ শেষ করেই তিনি অভিষেক চলচ্চিত্রের শুটিং শুরু করে দিয়েছেন। “এইতো কয়েকদিন আগে আমি গৌরব চ্যাটার্জির সঙ্গে শুটিং করলাম, সে আমার বয়ফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করছে। আমার বাড়িতে আমি কিছু ইনডোর দৃশ্যের শুটিং করেছি। এটি গৌরবের সঙ্গে আমার প্রথম প্রজেক্ট, বলতেই হবে সে একজন অসাধারণ সহশিল্পী,” চলচ্চিত্রে প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সোলাঙ্কি বলেন, “এছাড়া অরিত্রদা খুব গোছানো পরিচালক। তিনি জানেন তার শিল্পীদের দিয়ে কেমন কাজ করাতে হবে। তিনি খুব স্বাধীনতা দেন সবাইকে যাতে কাজ করা সহজ হয়ে যায়।” ফিল্মটিতে সোলাঙ্কি বৃষ্টি নামে এক তরুণীর ভূমিকায় অভিনয় করছেন। ফিল্মটিতে কেন্দ্রীয় পুরুষ ভূমিকায় আছেন যীশু সেনগুপ্ত। “আমি যীশুদার সঙ্গে কাজ করতে একটু অস্বস্তি বোধ করছিলাম। তার অভিনয় দেখে দেখে বড় হয়েছি, তাই তার সঙ্গে কাজ করা ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতা, তবে তিনি খুব সহায়তাপরায়ন অভিনেতা, সবাইকে সাহায্য করেন। তিনি নিশ্চিত করেছেন যে আমি যেন অস্বস্তি বোধ না করি,” তিনি বলেন। সোলাঙ্কি বলেন, “এটি একটি গভীর প্রেমের গল্প। বৃষ্টির চরিত্রে অনেকগুলো শেড যা ধীরে ধীরে প্রকাশিত হবে। সে দায়িত্বশীল আমুদে মেয়ে যীশুদার চরিত্রের সঙ্গে দেখা হবার পর সব বদলে যায়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ