Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের বিদ্রোহী ৭ প্রার্থী বহিষ্কার

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৬:২৩ পিএম

পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের সাত নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৯ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম ফিরোজ (এমপি)স্বাক্ষরিত বহিষ্কারের ওই চিঠি বুধবার রাতে বহিষ্কৃতদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। পৃথক পৃথক চিঠির মাধ্যমে তাঁদেরকে দল থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে এবং চিঠির অনুলিপি কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাউফল উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এতে বিব্রতকর অবস্থার মুখোমুখি হন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতারা যাতে ভোটে কোন প্রভাব ফেলতে না পারে সে জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবুল বশার খান ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামূল হক অপু, চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক আলকাচ, আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, ধূলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান রব ও কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান হিরন।

এছাড়া, গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লাভলু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু তিনি নির্বাচনে অংশ নেয়ার আগেই কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমন তালুকদার ও তাঁর চাচাতো ভাই ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ইশত তালুকদারকে কুপিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হন।।



 

Show all comments
  • ।।শওকত আকবর।। ১ এপ্রিল, ২০২১, ৬:৪৪ পিএম says : 0
    একই দলের প্রার্থী কেউ দলের বাহিরে না। নির্বাচন হলে বুঝা যেত!?এখন তো স্হগিত।এটা সঠিক সমায়ের সঠিক সিদ্ধান্ত পরিষদের দ্বায়ীত্ব পালন করবে কে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ